Header Ads

ভোট প্রচারে ঝড় তুলেছেন আদিবাসী মহিলা প্রার্থী!


 নজরবন্দি,আকাশ সেনগুপ্ত: হরিরামপুর বিধানসভা কেন্দ্রের ১৬ নং  আসনে তৃণমূল প্রার্থী মাগডালিনা মুর্মু ভোটের ময়দানে বিরোধীদের পেছনে ফেলে প্রচারের ঝড় তুলছেন। আদিবাসী এই মহিলা নমিনেশন থেকেই জেলায় আলোড়ন পড়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় ঝড় ওঠে। তবে শুধু মাত্র একই নামের কারণে বিভ্রান্ত ছড়ায়  ,বিগত দিনে বামফ্রন্টের মনোনীত প্রার্থী মাগডালিনা মুর্মু জেলা পরিষদের সভাধিপতি পদে দায়িত্ব সামলেছিলেন। এই পঞ্চায়েত নির্বাচনে মাগডালিনা মুর্মু তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হওয়ায় জেলাতে মাগডালিনাকে নিয়ে শোরগোল পরে যায় তবে ঐ মাগডালিনা মুর্মু  সেই রাজনৈতিক দলের রয়েছেন। জেলায়
রাজনীতির লড়ায়ে চমক দিতে  নতুন মুখ তৃণমূলের এই  মাগডালিনা মুর্মু। রাজনীতিতে সদ্য পা রেখেছেন গৃহ বধূ মাগডালিনা। মাগডালিনা আদিবাসী একজন খুব সাধারণ মহিলা মমতা ব্যানার্জী প্রতি অনুপ্রাণিত হয়ে ভোটের ময়দানে লড়ে সাধারণ মানুষের জন্য কিছু করতে চায়। তাই গ্রামে প্রতিটি বাড়িতে গিয়ে ভোট চাইছেন সাধারণ মানুষের কাছে বিগত দিনে যে কাজ গুলো করা হয়নি ও এখনো অনেক গ্রামে রাস্তা ঘাট পানীয় জলের সমস্যা আছে সেগুলো তিনি ভোটে জিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন বলে ভোটার দেড় প্রতিশ্রুতি দেন মাগডালিনা। মাগডালিনা আদিবাসী প্রার্থী হওয়ায় আদিবাসী মহিলাদের স্বাস্থ্য ,শিক্ষার বিষয় বিশেষভাবে গুরুত্ব দেবেন বলে জানান
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.