Header Ads

১৪-ই নির্বাচন প্রায় অসম্ভব! আদালতে বড় জয় বিরোধীদের।


নজরবন্দি ব্যুরো: ১৪ তারিখ নির্বাচন সংক্রান্ত বেশকিছু বিষয় নিয়ে মামলার শুনানি ছিল আজ। যদিও ই- নমিনেশন নিয় কি রায় দেয় আদালত, সেই দিকে তাকিয়ে ছিল এই রাজ্যের বিরোধী দল গুলি।

এই বিষয়ে বিচারপতি নির্দেশ দেন, ২৩ এপ্রিল দুপুর ৩ টে পর্যন্ত সিপিআই(এম) সহ রাজ্যের প্রতিটি দল যত গুলো মনোনয়ন ইমেল মারফত নির্বাচন কমিশনের দপ্তরে জমা দিয়েছে, সেই গুলি স্কুটিনি করে নির্বাচন কমিশনকে গ্রহন করতে হবে।

আর এর ফলে ১৪ তারিখে নির্বাচন হওয়া নিয়ে আবারও প্রশ্ন উঠে গেল।
রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করেন ওই ১৪ তারিখের মধ্যে ইমেলের মাধ্যমে জমা পড়া মনোনয়ন স্কুটিনি করা সম্ভব নয়। আর এর ফলে আবার পিছিয়ে যেতে পারে নির্বাচন।
এখন দেখার নির্বাচনের সময় নিয়ে কি ঘোষণা করে কমিশন।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.