Header Ads

ব্যাঙ্কের চাকরি পাওয়া আর কঠিন নয়, পুরনো নিয়ম বাতিল করে নয়া নিয়ম আনলো এসবিআই। জানুন।


নজরবন্দি ব্যুরোঃ ব্যাঙ্কে চাকরি করা যাদের স্বপ্ন সেই সমস্ত চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখে পুরনো নিয়ম বাতিল করে নতুন নিয়ম আনলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নতুন নিয়ম অনুযায়ী ব্যাঙ্কে চাকরি পাওয়া আগের চেয়ে আরও অনেকটা সহজ হল। এসবিআই প্রবেশনারি অফিসার পদে চাকরি পেতে গেলে এতদিন প্রিলি পরীক্ষায় প্রতিটি বিভাগে আলাদা আলাদা ভাবে কোয়ালিফায়িং মার্কস না পেলে পরের প্রধান পরীক্ষায় বসতে পারতেন না চাকরি প্রার্থীরা। নতুন নিয়মে বলা হয়েছে, প্রিলি পরিক্ষার লজিক্যাল রিজনিং, ইংলিশ টেস্ট এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বিভাগ গুলিতে আলাদা আলাদা করে কোয়ালিফায়িং মার্কস না পেলেও যদি মোট ১০০ নম্বরে পাশ করে যান প্রার্থী তাহলেই পরের ধাপে বসার সুযোগ পেয়ে যাবেন। নতুন এই নিয়মের ফলে উপকৃত হবেন অসংখ্য চাকরি প্রার্থী। এতদিন অবধি প্রিলিমিনারি পরীক্ষার বেরা টপকে যাওয়াই ছিল প্রধান চ্যালেঞ্জ চাকরি প্রার্থীদের কাছে। সেই জায়গায় নিয়ম শিথিল হওয়ায় বাকি পথ অনেকটাই সুগম হয়ে গেল বলে মনে করছেন চাকরি প্রার্থী এবং বিশেষজ্ঞরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.